logo
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৩ ২১:১৮
এমপি হিসেবে শপথ নিলেন মাহমুদ হাসান
অনলাইন ডেস্ক

এমপি হিসেবে শপথ নিলেন মাহমুদ হাসান

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে বিজয়ী মাহমুদ হাসান রিপন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

একাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি, উম্মে কুলসুম স্মৃতি ও ইঞ্জিনিয়ার এনামুল হক উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে মাহমুদ হাসান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।