logo
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২৩ ১৪:২৯
ইতালির কিংবদন্তি অভিনেত্রী জিনা লল্লব্রিজিদা আর নেই
অনলাইন ডেস্ক

ইতালির কিংবদন্তি অভিনেত্রী জিনা লল্লব্রিজিদা আর নেই

হলিউডে দ্যুতি ছড়ানো ইতালির কিংবদন্তি অভিনেত্রী জিনা লল্লব্রিজিদা ৯৫ বছর বয়সে মারা গেছেন।

রোমের একটি ক্লিনিকে সোমবার এ গুণী অভিনেত্রী মারা গেছেন বলে তার নাতি ইতালির কৃষিমন্ত্রী ফ্রান্সিসকো লল্লব্রিজিদা জানান। খবর বিবিসির।

গত শতকের পঞ্চাশ-ষাট দশকে ব্যাপক জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। তার মৃত্যুতে শোক জানিয়ে ইতালির সংস্কৃতিমন্ত্রী জেন্নারো সানজুলিয়ানো বলেছেন, তিনি যে মুগ্ধতা ছড়িয়েছেন তার রেশ থাকবে অনন্তকাল পর্যন্ত।

জিনা লল্লব্রিজিদার নাতি তালির কৃষিমন্ত্রী ফ্রান্সিসকো লল্লব্রিজিদা তার দাদির মৃত্যুর খবর জানিয়ে টুইটারে লিখেছেন- তিনি ছিলেন ইতালির সিনেমা এবং সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বল এক তারকা।

বিট দ্য ডেভিল, দ্য হাঞ্চব্যাক অব নটর ডেম, ক্রসড সোর্ডস, কাম সেপ্টেম্বরের মতো সিনেমা দিয়ে খ্যাতিমান জিনাকে বহুবার ‘বিশ্বের সবচাইতে সুন্দর নারী হিসেবে’ বর্ণনা করা হয়েছে।

হামফ্রে বোগার্ট, ফ্রাঙ্ক সিনাত্রা, রক হাডসন, এরল ফ্লাইনের মতো অভিনেতার বিপরীতে কাজ করেছেন এ অভিনেত্রী।

কাসাব্লাংকাখ্যাত হামফ্রে বোগার্টের চোখে জিনা ছিলেন সিনেমার আরেক মেরিলিন মনরো, শুধু চেহারায় আরেক অভিনেত্রী শার্লি টেম্পলের মতো।