logo
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৩ ১৮:৫৯
শাজাহানপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ার শাজাহানপুরে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করা হয়েছে। মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন এ টুর্নামেন্ট আয়োজন করে।

বৃহস্পতিবার বিকালে মানিকদিপা দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

মানিকদিপা দারুস সুন্নাহ মাদ্রাসা সভাপতি আজফারুল হাবীব সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক,আড়িয়া ইউপি সদস্য আব্দুল বাছেদ রঞ্জু।

এসময় উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মতিউর রহমান বকুল,উপজেলা ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম, স্থানীয় সমাজসেবক মনির উদ্দিন তোতা, খাদেম, মোখলেছুর রহমান, হজরত আলী, ঠিকাদার মতিন, সংগঠনের রাব্বি, রনি,আল আমিন প্রমুখ।

শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মমিন স্পোর্টিং ক্লাব বনাম খোদাবন্দবলা ছাত্র সংঘ অংশ নেন। খেলায় মমিন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খোদাবন্দবলা ছাত্র সংঘ।