২০১৯-২০ অর্থবছরের জন্য ২ লাখ ২ হাজার ৭শ' ২১ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ প্রস্তাব করা হয়।
পরিকল্পনা কমিশনের প্রস্তাব অনুযায়ি, নতুন অর্থবছরের উন্নয়ন বাজেটে পদ্মাসেতুর জন্য ৫ হাজার ৩শ' ৭০ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও ঢাকা মেট্রোরেল প্রকল্পে বরাদ্দ রাখা হচ্ছে ৭ হাজার ২শ' ১২ কোটি টাকা।
এবারের এডিপি'তে পরিবহন খাতে বরাদ্দ ধরা হয়েছে ৫২ হাজার ৮শ' ৫ কোটি ৬৯ লাখ টাকা, যা মোট এডিপির ২৬ দশমিক শূন্য ৫ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাবে বিদ্যুৎ খাত। এ খাতে প্রস্তাব করা হয়েছে ২৬ হাজার ১৭ কোটি ১৩ লাখ টাকা। যা মোট এডিপির ১২ দশমিক আট তিন শতাংশ।
ভৌত পরিকল্পনা,পানি সরবরাহ ও গৃহায়ন খাত পাবে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ। যা টাকার অংকে ২৪ হাজার ৩শ' ২৪ কোটি এবং মোট এডিপির ১২ শতাংশ।