logo
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩ ১৩:১৩
জোকোভিচের রাজার মুকুট
অনলাইন ডেস্ক

জোকোভিচের রাজার মুকুট

রড লেভার অ্যারেনায় ফাইনালে হারেন না নোভাক জোকোভিচ! এটা এখন প্রতিষ্ঠিত। জিতেছিলেন আগের  ৯টি ফাইনালের সব কটি। গতকাল বিজয় পতাকা ওড়ালেন আরো একবার। অস্ট্রেলিয়ান ওপেন ছেলেদের এককের ফাইনালে স্তেফানোস সিতসিপাসকে হারালেন ৬-৩, ৭-৬, ৭-৬ গেমে। এরপরই আবেগে বক্সে ছুটে গিয়ে নিজের দলের সদস্যদের সামনে ভেঙে পড়লেন কান্নায়। চোট, অনিশ্চয়তা, বয়স—সব বাধা পেছনে ফেলে জেতা এই শিরোপায় গড়লেন বিশ্বরেকর্ড। রাফায়েল নাদালের মতো তাঁরও গ্র্যান্ড স্লাম ২২টি, যা উন্মুক্ত যুগে ছেলেদের এককে সর্বোচ্চ। সেই সঙ্গে ফিরেছেন র‌্যাংকিংয়ের শীর্ষেও। একদিকে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়, অন্যদিকে র‌্যাংকিংয়ের শীর্ষে ফেরা—টেনিসের রাজার মুকুটটা এখন জোকোভিচেরই।

কীর্তি মেলবোর্ন পার্কে গড়ায় আবেগে বেশি করে ভাসছেন জোকোভিচ। কারণ গত বছর মেলবোর্নে এসেও করোনা টিকা না নেওয়ায় দেশে ফিরতে হয়েছিল তাঁকে। নিষিদ্ধও হয়েছিলেন তিন বছর। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এবার সুযোগ পেয়েছেন প্রিয় রড লেভার অ্যারেনায় ফেরার। আর ফেরাটাও হলো রাজকীয়। তাই এটাকে ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হিসেবেই দেখছেন জোকোভিচ, ‘যা ঘটেছে সেসব মাথায় রেখে বলব, এটাই হয়তো আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, আশা করছি পরের বছর দেখা হবে আবারও।’ এমন ছন্দে থাকলে কোথায় থামবেন জোকোভিচ। অস্ট্রেলিয়ার টেনিস তারকা নিক কিরগিওসের টুইট, ‘২৮টা গ্র্যান্ড স্লাম জিতবে ও।’

একই গ্র্যান্ড স্লামে ১০টি শিরোপা জেতা দ্বিতীয় খেলোয়াড়ও এখন জোকোভিচ। রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেন জিতেছেন ১৪ বার। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রড লেভার অভিনন্দন জানিয়েছেন জোকোভিচকে, ‘দশম অস্ট্রেলিয়ান ওপেন জেতায় তোমাকে অভিনন্দন।’

২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড ২৮ ম্যাচ জিতেছেন জোকোভিচ, পেছনে ফেলেছেন আন্দ্রে আগাসির ২৬ ম্যাচের রেকর্ড। সর্বশেষ ৩৩ ম্যাচে জোকোভিচের জয় ৩১টি। শিরোপা জিতেছেন পাঁচটি। অথচ ছেলে জোকোভিচের সেমিফাইনাল দেখতে পারেননি তাঁর বাবা স্রাদজান জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে রাশিয়ার পতাকা নিয়ে থাকা এক ভক্তের সঙ্গে ছবি তোলায় বিপত্তি বাধে তাঁকে ঘিরে। এসব ভুলে জোকোভিচের উচ্ছ্বাস, ‘তাঁদের ধন্যবাদ জানাচ্ছি যাঁরা আমাকে মেলবোর্নে আরো একবার স্বাগত জানিয়েছেন। এখানে ভালো খেলতে আরো একবার উৎসাহ জুগিয়েছেন। এই যাত্রাটা অনেক দীর্ঘ। জানি না আমি কখন থামব। আমার একটা লক্ষ্য থাকে। সেটা যত বেশি সম্ভব গ্র্যান্ড স্লাম জেতা আর র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা। কোনো সন্দেহ নেই, ইতিহাসটা সমৃদ্ধ করতে চাই আরো বেশি।’

ফাইনালে সরাসরি সেটে হারার পর সিতসিপাস সেরার স্বীকৃতি দিলেন জোকারকে, ‘তিনিই সর্বকালের সেরা।’