বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বাসষ্ট্যান্ডস্থ ওই দলীয় কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ এমপি। এ উপলক্ষে এক আলোচনাসভা শেরপুর পৌর বিএনপির আহবায়ক আলহাজ ইছাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়। এজন্যই তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তবে অবৈধ এই সরকার জোর করে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। কারণ মতা চিরস্থায়ী নয়। তাই এখনও সময় আছে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করুন। অন্যথায় পালাবার পথও পাবেন না।
বেগম জিয়াকে মুক্ত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে এমপি সিরাজ আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান ক্ষমতায় থাকা আওয়ামীলীগ সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। তারা আইন শৃঙখলা বাহিনীকে ব্যবহার করে জোরপূর্বক মতায় এসেছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কেএম মাহবুবার রহমান হারেজের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আলী আজগর হেনা, শেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবলু, গোলাম মাহবুব প্যারিস, পিয়ার হোসেন পিয়ার, স্বাধীন কুমার কুন্ডু, রফিকুল ইসলাম মিন্টু, ফিরোজ আহম্মেদ জুয়েল, আফতাব হোসেন তালুকদার, হাসানুল মারুফ শিমুল, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, শাহাবুল করিম, আবু রায়হান, আব্দুল মমিন, জাকারিয়া মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।