logo
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩ ২২:৩৩
বাংলাদেশের নতুন কোচ হাথুরুসিংহেই
অনলাইন ডেস্ক

বাংলাদেশের নতুন কোচ হাথুরুসিংহেই

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। শ্রীলঙ্কার চান্ডিকা হাথুরুসিংহেই হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য নিশ্চিত করেছেন। ক্রিকেটের তিন ফরম্যাটেই দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

বিসিবিপ্রধান বলেন, আমরা যখন গত বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে যাই তখনই হাথুরুসিংহের সঙ্গে আলোচনা হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে, আমরা আরও দুজনের সাথেও কথা বলেছি। এর মধ্যে থেকে আরও একজন বেছে নেওয়া যাবে। এখন শুধু প্রধান কোচটাই আমরা বেছে নিয়েছি। দুই বছরের জন্য আমরা তাকে নিয়েছি।

এর আগে, ২০১৪ সালের জুনে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে। ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চুকিয়ে নেন। এরপর দায়িত্ব নেন নিজ দেশ শ্রীলঙ্কার । সেখানে খুব একটা ভালো সময় কাটেনি তার। এরপর ২০২০ সালের দিকে ফিরে যান নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটে।

সেখান থেকেও এবার নিজের অধ্যায় চুকিয়ে নিলেন শ্রীলঙ্কার হয়ে ২৬ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলা সাবেক এই অলরাউন্ডার। আবার নতুন করে নিলেন বাংলাদেশের দায়িত্ব।

এর আগে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) হাথুরুসিংহে তার বর্তমান কর্মস্থল নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ান। নিউ সাউথ ওয়েলসের সঙ্গে দুই মেয়াদে কাজ করেছেন হাথুরুসিংহে।