আপডেট : ৬ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:২০
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক পররাষ্ট্রমন্ত্রীর
অনলাইন ডেস্ক
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুওলুকের কাছে পররাষ্ট্রমন্ত্রী শোকবার্তায় ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্কে ঘটে যাওয়া মারাত্মক ভূমিকম্পে প্রাণহানির জন্য তুরস্কের সরকার এবং জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
ড. মোমেন শোক বার্তায় বলেন, এই শোকাবহ মুহূর্তে, তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণ এবং নিহতদের পরিবারের জন্য আমরা প্রার্থনা করছি। ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে থেকে এই বিশেষ সময়ে যেকোনো ধরনের সাহায্য করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
অন্যদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. ফয়সাল মেকদাদের কাছে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের শোকবার্তা বলেন সিরিয়ার সীমান্তে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে হতাহতের জন্য গভীর শোক প্রকাশ করছি। আমি এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। এই ভয়াবহ দুর্যোগে নিহত ও আহত সকলের পরিবারের সদস্য এবং সিরিয়ার জনগণের সঙ্গে আমরাও গভীরভাবে শোকাহত।
ড. মোমেন আরও বলেন, বাংলাদেশ এই সংকটময় সময়ে সিরিয়ার ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে রয়েছে।