logo
আপডেট : ২১ মে, ২০১৯ ২০:১৩
বগুড়ার শেরপুরে ভাগ্নের লাঠির আঘাতে খালা নিহত,আটক ৪
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ভাগ্নের লাঠির আঘাতে খালা নিহত,আটক ৪

পৈত্রিক সম্পত্তির দখল বুঝে চাইতেই বোন নাসিমা বেগমের ওপর ক্ষেপে উঠেন তারই আপন বোন আঞ্জুয়ারা বেগম। এ নিয়ে দু’বোনের মধ্যে শুরু হয় প্রচন্ড বাকবিতর্ক। একপর্যায়ে আঞ্জুয়ারা বেগমের  ছেলে ভাগ্নে রাজু আহমেদ খালা নাসিমা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। মাটিতে লুটে পড়েন খালা নাসিমা বেগম। লাঠির সেই আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

আজ মঙ্গলবার (২১মে) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতা শেখপাড়া গ্রামে নির্মম এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। পরে অভিযান চালিয়ে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তালতা শেখপাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম, তার ছেলে রাজু আহমদে, মেয়ে খালেদা খাতুন ও রাজু আহমেদের স্ত্রী সানজিদা বেগমকে আটক করেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, নাসিমা বেগম ও আঞ্জুয়ারা বেগমের বাবা নাম নবীর হোসেন। তিনি বেশ আগেই মারা যান। তাদের পৈত্রিক বসতবাড়ি তালতা শেখপাড়া গ্রামে। বিয়ে হওয়ার সুবাধে নাসিমা বেগম স্বামী জাহাঙ্গীর আলমের পাশের আয়রা পুরাতন পাড়া গ্রামে বসবাস করেন। আর অপর বোন আঞ্জুয়ারা স্বামী আব্দুল খালেক ও সন্তানাদি নিয়ে তালতা শেখপাড়া গ্রামেই বসবাস করেন। পৈত্রিক সূত্রে নাসিমা  বেগমকে দুই শতাংশ জমি দেয়া হয়। কিন্তু তার বোন আঞ্জুয়ারা বেগম সেই জমির দখল দিচ্ছিলেন না। এ নিয়ে তাদের মধ্যে বিরোধে চলে আসছিলো। ঘটনার দিন দুপুরে বোনের কাছ থেকে সেই জমির দখল বুঝে নিতে তালতা শেখপাড়া গ্রামে আসেন এবং বোনের কাছ থেকে জমির দখল বুঝে চান। এতে বোন আঞ্জুয়ারা বেগম তার ওপর প্রচ- রেগে যান। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এরই একপর্যায়ে আঞ্জুয়ারার ছেলে রাজু আহমেদ খালা নাসিমা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক মর্গে পাঠানো হয়েছে। এই সংবাদ লেখা অবধি মামলার প্রস্তুতি চলছিলো।