আপডেট : ১ মার্চ, ২০২৩ ২১:১৬
সাপাহারে জাতীয় বীমা দিবস উদযাপন
সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে চতুর্থ বারের মত পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস। বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ দিবস পালিত হচ্ছে।
বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে মিলিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, সহকারি প্রোগ্রামার মোস্তাকিম হোসেন, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাপাহারে অবস্থিত বিমা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।