logo
আপডেট : ২ মার্চ, ২০২৩ ২২:১৫
সৈয়দপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১০টায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
 

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী,  খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট, সংগীত শিল্পী ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির, শেখ রোবায়েতুর রহমান রোবায়েত প্রমুখ।

সভায়  সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন,মহিলা ভা্িস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক,সামাজিক  ও সাংস্কৃতিক সংগঠনের  নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানেরা উপস্থিত ছিলেন।

সভায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করা হয়। গৃহিত এসব কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, বঙ্গবন্ধুর ঐতিহাতিক ৭ই মার্চের ভাষণ প্রচার, শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ।