logo
আপডেট : ২ মার্চ, ২০২৩ ২২:২৯
নন্দীগ্রামে সাবেক কাউন্সিলরের মোটরসাইকেল চুরি
অনলাইন ডেস্ক

নন্দীগ্রামে সাবেক কাউন্সিলরের মোটরসাইকেল চুরি

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রহমত আলীর মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে পৌরসভার নামুইট গ্রামে তার বাসার সামনে থেকে এচুরির ঘটনা ঘটে।

রহমত আলী বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নামুইট গ্রামে বাসার সামনে ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল রেখে ভিতরে গোসল করার জন্য যায়। কিছু পর এসে দেখে তার মোটর সাইকেলটি নেই।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মোটর সাইকেলটি উদ্ধারের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।