logo
আপডেট : ১০ মার্চ, ২০২৩ ১৩:৩৫
চট্টগ্রামে নগরীতে কোন কাঁচা সড়ক থাকবেনা: চসিক মেয়র
অনলাইন ডেস্ক

চট্টগ্রামে নগরীতে কোন কাঁচা সড়ক থাকবেনা: চসিক মেয়র

আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রামের ওয়ার্ড পর্যায়েও কোন কাঁচা সড়ক থাকবেনা বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার এডিপি প্রকল্পের আওতায় বাস্তবায়নকৃত ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডস্থ সিডিএ আবাসিক এলাকায় ২০নং সড়কে মহেশখালের উপর ব্রীজ নির্মাণের উদ্বোধনকালে মেয়র এ মন্তব্য করেন।

এসময় মেয়র বলেন, উন্নত নগরী নির্মাণের পূর্বশর্ত হলো উন্নত সড়ক। মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীকে উপহার হিসেবে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন যার সব টাকাই সরকার প্রদান করবে।

“আড়াই হাজার কোটি টাকার প্রকল্পসহ চলমান সবগুলো প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামের এমনকি ওয়ার্ড পর্যায়েও কোন কাঁচা সড়ক থাকবেনা। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ভবিষ্যতে চট্টগ্রামে আন্তর্জাতিক বড় বড় বিনিয়োগ আসবে। ফলে, একদিকে চট্টগ্রামের বেকারত্বের সমস্যার সমাধান হবে অন্যদিকে চট্টগ্রাম হয়ে উঠবে বিশ্বের বাণিজ্যিক হাব।”

এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা জহুর, কাউন্সিলর মোঃ শেখ জাফরুল হায়দার চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ ,নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, এ টি এম সেলিম রেজা সহ চসিকের কর্মকর্তাবৃন্দ ও এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দ।