logo
আপডেট : ২১ মে, ২০১৯ ২০:৩৮
বগুড়ার মালতিনগর অপরাধ দমন ও প্রতিরোধ কমিটির ১২তম ইফতার মাহফিল
ষ্টাফ রিপোর্টার

বগুড়ার মালতিনগর অপরাধ দমন ও প্রতিরোধ কমিটির ১২তম ইফতার মাহফিল

বগুড়ার মালতিনগর পাইকার পাড়ায় অপরাধ দমন ও প্রতিরোধ কমিটির ১২তম ইফতার মাহফিল বগুড়া ওয়াইএমসিএ এর পলবেসরা অডিটোরিয়ামে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল পূর্বে রোজার তাৎপর্য শীর্ষক এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় অংশ নেয় পাইকার পাড়া মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওঃ মোঃ মাহমুদুল হাসান। আলোচনায় তিনি বলেন, পবিত্র রমজানুল মোবারক আল্লাহর বিধিবিধান পালনের মধ্যে অন্যতম ইবাদত। যার মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানকে ইসলামী শরিয়ত পালনের অভ্যাস করায়। সিয়াম সাধনার মাধ্যমে জ্ঞান ও বিবেক সম্পন্ন মানুষ ন্যায়, কল্যান ও মঙ্গলময় জীবন-যাপনে আনন্দ পায়।

আমাদের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা হতে রক্ষা করতে হলে তাদেরকে সিয়াম সাধনায় অভ্যাস করাতে হবে। এ মাস পরবর্তী একজন রোজাদার ব্যাক্তি পাপ মোচনের সুযোগ পাবে। রোজার তাৎপর্য ও ফজিলতকে ধারন করে আমরা প্রত্যেককে মানবজাতির কল্যানে কাজ করব। অপরাধ দমন ও প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি এতে সভাপতিত্ব করেন। ইফতার মাহফিলে অংশ নেন কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক এ্যাড. সুজাউদ্দিন বিটুল, দপ্তর সম্পাদক আবু জাফর সিদ্দিকী, বগুড়া ওয়াইএমসিএ এর সভাপতি মিঃ দিলীপ মারান্ডি, উপদেষ্টা এ্যাড. বার্নাড তমাল মন্ডল সহ কমিটির সদস্যবৃন্দ। আলোচনা শেষে ইফতার পূর্ব মূহুর্তে দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ মোঃ মাহমুদুল হাসান।