logo
আপডেট : ১০ মার্চ, ২০২৩ ১৪:২০
আবেদনে ‘জিপিএ’র মান বাড়ানোয় মেডিকেলে পরীক্ষার্থী কমেছে: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক

আবেদনে ‘জিপিএ’র মান বাড়ানোয় মেডিকেলে পরীক্ষার্থী কমেছে: স্বাস্থ্যমন্ত্রী

মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদনে জিপিএ বাড়ানোয় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, “গত বছরের তুলনায় এ বছর মেডিকেলে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ হাজার। আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে জিপিএ-৮ পেলে মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যেতো। এবার জিপিএ বাড়ানো হয়েছে। যাদের জিপিএ-৯ ছিল তারা আবেদন করতে পেরেছে।”

শুক্রবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সারাদেশে পরীক্ষা হওয়ায় এবার প্রশ্নপত্রের সঙ্গে ট্র্যাকিং ডিভাইস যুক্ত করা হয়েছে বলে জানিয়েন জাহিদ মালেক। তিনি বলেন, “এর ফলে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০ আসন ও বেসরকারি ৭১ মেডিকেল কলেজের ৬ হাজার ৭৭২টি আসনের বিপরীতে ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থী আবেদন করেন।

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রে ৫৭টি ভেন্যুর ১,৯৭৭টি হলে এই পরীক্ষা শুরু হয়।