logo
আপডেট : ৭ অক্টোবর, ২০১৯ ১২:১৩
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের একটি পানশালায় দুজন বন্দুকধারীর হামলা চালিয়েছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরো ৫ জন। কী কারণে এ ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। 

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে। 

পুলিশ বলছে, কানসাস সিটির টেকিলা কেসি বারে  রবিবার রাত দেড়টার দিকে ওই হামলার ঘটনা ঘটে।

এই বন্দুক হামলার ঘটনায় আরও পাঁচ ব্যক্তি আহত হয়েছে। তিনি বলেন, বন্দুক হামলার আগে ওই পানশালায় মারামারির ঘটনা ঘটেছিল।

পুলিশের এই কর্মকর্তা জানান, বন্দুকধারীরা পানশালার ব্যক্তিদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন। এরপর বার থেকে বেরিয়ে যায় এবং হ্যান্ডগান নিয়ে ফিরে আসে। হামলার পর পর ওই বন্দুকধারী পালিয়ে গেছে বলে জানান টমাসিক।

এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই হামলায় নিহত চার ব্যক্তিই হিস্পানিক। 

পুলিশের দাবি, এটি কোনও বর্ণবাদী হামলা নয়।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস, বিবিসি