আপডেট : ১৫ মার্চ, ২০২৩ ১৬:৩০
বজ্রপাতে শরীয়তপুরে ৩ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
শরীয়তপুরের ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের রতন মুন্সীর ছেলে মো. নাদিম মুন্সী (২৫), মহিষার ইউনিয়নের উত্তর মহিষারের মোসলেম মালের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) ও জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে কাচারব কান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে সিফাত মোল্লা (২১)।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত পরিবারকে সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে বলে জানিয়েছেন তারা।