আপডেট : ২০ মার্চ, ২০২৩ ২১:০৮
শাজাহানপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে আড়িয়া বাজার (NHW) থেকে কাঁটাবাড়িয়া রাজা মিয়া বাড়ি পযন্ত আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।২০২২-২৩ অর্থ বছরের এডিবি প্রকল্পের আওতায় ২ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে এ কাজ হচ্ছে।
সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু নামফলক উন্মোচন মাধ্যমে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন,ঠিকাদার মোশাররফ হোসেন,উপজেলা আওয়ামী লীগের নেতা মনিরুল হোসেন ময়না,স্থানীয় এলাকাবাসী তালেব মাস্টার, আব্দুল মজিদ,সাইফুল ইসলাম,উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকর্তা,গন্যমান্য ব্যক্তিগণ।