logo
আপডেট : ২১ মার্চ, ২০২৩ ২২:১৪
শাজাহানপুরে আন্তর্জাতিক বন দিবস পালিত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

শাজাহানপুরে আন্তর্জাতিক বন দিবস পালিত

‘সুস্থ শরীর সুস্থ মন,যদি থাকে সমৃদ্ধ বন’ এই প্রতিপাদ্যে বগুড়ার শাজাহানপুরে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে।
 
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা  প্রশাসন ও জেলা সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সামাজিক বন বিভাগ বগুড়া  বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।
 
এসময়  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা,সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম,হারুন আর রশিদ,মতিউর রহমান,রায়হান কবির সহ সামাজিক বনায়ন কর্মসূচির বগুড়া ও জয়পুরহাট জেলার  ২৬ জন উপকারভোগী উপস্থিত ছিলেন।