logo
আপডেট : ২৯ মার্চ, ২০২৩ ২১:৪৮
রেল স্টেশনে ভুয়া টিসি গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

রেল স্টেশনে ভুয়া টিসি গ্রেপ্তার

বুধবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলওয়ে থানা পুলিশ মো. নুর ইসলাম (২২) নামের এক ভুয়া টিকেট কালেক্টারকে (টিসি) গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার জলেশ্বরীতলা নুর মসজিদ এলাকার সোলায়মান আলীর ছেলে নুর ইসলাম বুধবার সকালে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে নিজেকে রেলওয়ে টিকেট কালেক্টার পরিচয় দিয়ে ট্রেন যাত্রীদের টিকিট সংগ্রহের নামে যাত্রীদের নানাভাবে হয়রানি করতে থাকেন। এবিষয়ে অভিযোগে পেয়ে নুর ইসলামকে গ্রেপ্তার এবং বগুড়ার জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন।