logo
আপডেট : ২১ মে, ২০১৯ ২১:১৬
রৌমারীতে বর্ষার আগেই নদী ভাঙ্গন
রাজীবপুর ও রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

রৌমারীতে বর্ষার আগেই নদী ভাঙ্গন

বর্ষা আসার আগেই ব্রহ্মপুত্র নদের ভাঙন শুরু হয়েছে কুড়িগ্রামের রৌমারী উপজেলায়।পানি বৃদ্ধির সাথে বিলীনের হচ্ছে বেড়ি বাঁধ রাস্তা এবং নদী তীরবর্তী এলাকার বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান।উপজেলার বন্দবেড় ও চরশৌলমারী ইউনিয়ন দুটিতে দেখা দিয়েছে নদী ভাঙন। ব্রহ্মপুত্র নদের পূর্বপাড় বামতীরে অবস্থিত বেড়ি বাঁধ,সড়ক, সরকারি প্রাথমিক বিদ্যালয়,মসজিদ ঘর, বাগুয়ারচর গ্রামে শতাধিক পরিবারের ভিটেমাটি, ও ফসলি জমি ভাঙনে বিলীনের আশঙ্কায় রয়েছে। এলাকার মানুষ প্রতিনিয়ত ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে।

বাগুয়ারচর গ্রামের বাসিন্দা  আবু হাফিজ ও আব্দুল মালেক জানান, বন্যার আগেই এবার দুই কিলোমিটার জুরে  ভাঙ্গন শুরু হইছে। উত্তর বাগুয়ারচর হতে বাইশপাড়া পর্যন্ত  ব্রহ্মপুত্র নদের তীর সংরক্ষণ করা জরুরি। এ কাজ না করলে কয়েক মাসের মধ্যেই পাকা পুরো গ্রাম নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।রৌমারী উপজেলার নদী ভাঙন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু হানিফ মাস্টার বলেন, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ দিয়ে তীর সংরক্ষণে বরাদ্দ দিয়েছে একশ ৮০ কিলোমিটার। এ বরাদ্দ বাড়িয়ে দুই কিলোমিটার জুড়ে জিও ব্যাগ দিয়ে তীর সংরক্ষণ করলে হয়তবা এলাকাটি ভাঙ্গন থেকে রক্ষা পাবে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর রায় বলেন, ব্রহ্মপুত্র নদের ভাঙন এলাকা এলাকা পরিদর্শন করেছি। বেড়ি বাঁধ ভেঙে গেলে বাঁধের ভেতরে বসবাসরত এলাকায় নদের পানি প্রবেশ করবে। আর এতে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে।দ্রুত এবিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড এর  নির্বাহী প্রকৌশলী  আরিফুল ইসলাম বলেন, পাকা রাস্তা ও বাগুয়ারচর গ্রাম রক্ষায় দুই কিলোমিটার জিও ব্যাগ দিয়ে তীর সংরক্ষণের প্রস্তাব পাঠিয়েছি অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।