আপডেট : ৯ অক্টোবর, ২০১৯ ১৪:০৬
বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ
প্রেস বিজ্ঞপ্তি
বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় শহরের সাতমাথায় প্রগতিশীল ছাত্রজোট বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রগতিশীল ছাত্রজোট বগুড়া জেলা কমিটির সম্বনয়ক ও ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি মো: নাদিম মাহমুদ ও পরিচালনা করেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন ছাত্রফন্ট্র বগুড়া জেল কমিটির সভাপতি ধনজয় বর্মণ, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সহ-সভাপতি আকতার উজ-জামান টুটুল, দপ্তর সম্পাদক সাগর পারভেজ, শাহ সুলতান কলেজ শাখার সভাপতি সোহানুর রহমান, ছাত্রফন্ট্র মার্কবাদী বগুড়া জেলা শাখার নেতা সাকিব হোসেন, ছাত্রনেতা মিম, ছাব্বির, আকিব,মেহেদী, বাইজিদ হোসেন,রিতু, সামাদ, বোরহান।
বক্তারা বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বক্তব্য কে ধিক্কার জানিয়ে বক্তরা বলেন, দেশের সকল আন্দোলনের সূতিগার ছিল ছাত্র সংগঠন। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি করার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে প্রসাশনের প্রতি আহ্বান জানান তারা। এসময় মৌলবাদী ছাত্র সংগঠন শিবিরের রাজনীতি নিষিদ্ধের জোড় দাবি ও অতিবিলম্বে আবরার ফাহাদের হত্যাকারীদের বিচার কার্যকরের দাবি জানানো হয়।
আবরার ফাহাদের হত্যাকারীদের বিচার কার্যকরের মধ্যদিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্ত্রসী কর্মকান্ডের বন্ধের দৃষ্ঠান্ত স্থাপন করতে প্রসাশন কে আহ্বান জানানো হয়।