logo
আপডেট : ১ মে, ২০২৩ ২১:২৩
সৈয়দপুরে বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জমির উদ্দিন শাহ’র ইন্তেকাল
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জমির উদ্দিন শাহ’র ইন্তেকাল

নীলফামারীর সৈয়দপুরে বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জমির উদ্দিন শাহ্ কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি  সোমবার ভোর চারটায় রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে সন্তান, অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।  সোমবার বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দরের ইসবপুর ইউনিয়নের দগড়বাড়ি ছামিসাপাড়ায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, চিরিরবন্দর উপজেলার পরিষদ চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক, নীলফামারী জেলা পরিষদ সদস্য মো. মিজানুর রহমান লিটন, সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.সানজিদা বেগম লাকী, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়রাম্যান মো. মনিরুজ্জামান জুন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. গোলাম রব্বানী, সিনিয়র শিক্ষক নজিবর রহমানসহ সকল শিক্ষক-শিক্ষিকা,কর্মচারীরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।