logo
আপডেট : ১ মে, ২০২৩ ২১:২৬
শিবগঞ্জে শ্রমিক সংগঠনের আয়োজনে মহান মে দিবস পালিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ

শিবগঞ্জে শ্রমিক সংগঠনের আয়োজনে মহান মে দিবস পালিত

মহান মে দিবস। বিশে^র শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের ১লা মে মার্কিন যুক্তরাষ্টের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মনের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশে^ ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় “মালিক শ্রমিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাড়া দেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে ১৩৭তম মহান মে দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ গ্রহণ করে। শিবগঞ্জ শ্রমিক লীগ এর আয়োজনে শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, শিবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন বিশ্রামাগার শাখার সভাপতি ওবায়দুল রহমান স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, গৃহ নির্মাণ উপ-পরিষদ শাখার আহ্বায়ক আব্দুল মোত্তালেব, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, দর্জি শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদশা, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন, দোকান শ্রমিক শাখার সভাপতি মিষ্টার আলী, সাধারণ সম্পাদক মুনসুর আলী, মৎস্য খামার শ্রমিক ইউনিয়ন শাখা সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোকছেদ আলী, কৃষি খামার শ্রমিক শাখা সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক গাজীউল রহমান এর নেতৃত্বে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সোহেল আক্তার মিঠু।