logo
আপডেট : ৪ মে, ২০২৩ ১৪:২৬
আদমদীঘিতে শ্রমিক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

আদমদীঘিতে শ্রমিক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ার আদমদীঘিতে শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা সান্তাহার পৌর শ্রমিক দলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কল্পে সান্তাহার যুবদল কার্যালয়ে বুধবার রাত ৯টায় কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সান্তাহার পৌর মেয়র ও সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক পৌর মেয়র বিএনপি নেতা ফিরোজ মোঃ কামরুল হাসান,পৌর বিএনপির সাধারন সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু,সহ-সভাপতি ইকবাল হোসেন,শ্রমিক দলের সাধারন সম্পাদক শেখ মামসুদ্দীন গল্টু, পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিরর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান লিটন, শ্রমিক নেতা মোয়াজ্জেম হোসেন বডি, কৃষক দলের সভাপতি আকবর আলী মিঠু, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম খোকন ,যুবদল নেতা মাহমুদুর রহমান আলম, রিপন হোসেন, জুয়েল রানা, রাশেদ হোসেন, আশিক রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সদস্য সচিব সাব্বির আহম্মেদ লিয়ন, ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, ছাত্রদল নেতা আবিদ, রবিন, সোহাইব, প্রমুখ। আলোচনা শেষে শ্রমিক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে কেক কাটা হয়।