উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে নৌকা মার্কার প্রার্থী চাই এই দাবীতে মতবিনিময় সভা করেছে কিশোরগঞ্জ ও সৈয়দপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ উপজেলার নিতাই বেলতলিতে এ সভাটি অনুষ্ঠিত হয়।
নিতাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও নিতাই ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক উজ জামান ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবু, উপজেলা মহিলা যুবলীগের সভা স্বপ্না শান্তা প্রামানিক, সৈয়দুপর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম নজু, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ শাহিন হোসেন শাহিন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক আব্দুল মমিন সরকার, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-২ ও পৌরসভার প্যানেল মেয়র-২ কাউন্সিলর আবুল কাসেম দুলু সরকার, সৈয়দপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর কাজী নজরুল ইসলাম রয়েল, নিতাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মতিন, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম সাজু, বাহাগিলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক, বোতলগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাফ্ফু, সৈয়দুপর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, কিশোরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি সিংহ রায় লক্ষণ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান ডালিম, সৈয়দুপর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার টুটুল, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শুভ প্রমুখ। এছাড়া কিশোরগঞ্জ ও সৈয়দপুর আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করে।
বক্তারা বলেন- নীলফামারী-৪ আসনে একবার আওয়ামী লীগের এমপি পেয়েছিলাম। সেবার দৃশ্যমান উন্নয়ন আমরা দেখেছি। বর্তমানে এ আসনে জাপার এমপি থাকায় সেরকম কোন দৃশ্যমান উন্নয়ন দেখছি না। হঠাৎ ওয়ালে, হাট-বাজারে পোস্টার- বিল বোর্ড, ফেস্টুন সাঁটিয়ে রাতারাতির নেতা দেখতে চাই না। আমরা এ আসনটি উন্মুক্ত করে নৌকা মার্কার প্রার্থী চাই। উন্নয়নের অগ্রযাত্রার যাত্রী হয়ে কিশোরগঞ্জ-সৈয়দুপরকে উন্নয়নের রোল মডেল দেখতে চাই। আমরা সৈয়দপুরের লোকজন মনে করেছি কিশোরগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে, কিন্তু কিশোরগঞ্জে এসে দেখছি দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। এখন মানুষ উন্নয়নে বিশ্বাস করে, তাই চায়ের দোকান- হোটেল, পাড়া-মহল্লা, হাটে-বাজারে মানুষের মুখে মুখে গণকন্ঠে উচ্চারিত হচ্ছে নৌকার প্রার্থী চাই। আমরাও দু’ উপজেলার নেতাকর্মীরা এ আসনে আগামী নির্বাচনে জননেত্রীর কাছে নৌকা মার্কার প্রার্থীর দাবী করছি। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করি যাতে এ আসনে নৌকা মার্কার প্রার্থী দেয়া হয়।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ভনি ভূষন মজুমদার।