logo
আপডেট : ১২ মে, ২০২৩ ১৬:৩৪
শখের পল্লী স্থাপন করে বাণিজ্যিক ভাবে সফল নজরুল
অনলাইন ডেস্ক

শখের পল্লী স্থাপন করে বাণিজ্যিক ভাবে সফল নজরুল

নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের পাশঘেষে বশিপুর মহল্লা। এই মহল্লায় বাস করে এক আনন্দ প্রিয় মানুষ। এই মহল্লায় গড়ে তোলা হয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য শখের পল্লী। প্রায় ৪৫ বিঘা জমি নিয়ে এই পল্লীতে নানা বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যহ বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য দর্শনার্থী এই পল্লীতে ভীর জমাচ্ছে। শখ থেকে গড়ে তোলা শখের পল্লী এমন ভাবে বাণিজ্যিক প্রসার ঘটবে এই প্রতিষ্ঠাতা তা ভেবে উঠতে পারেনি। করোনাকালীন সময়ে শখের পল্লী বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে ছিল এই বিনোদন কেন্দ্রটি। এই পল্লীতে দর্শনার্থীদের আনন্দ বিনোদন উপভোগ করার জন্য কৃত্রিমভাবে তৈরী করা হয়েছে চিড়িয়াখানা। সেখানে বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। পূর্বপাশ ঘিরে বিশাল কমিউনিটি সেন্টার, তার পাশ ঘেষে স্থাপন করা হয়েছে কনফারেন্স রুম, তার একটু ফাকে দর্শনার্থীদের ফাষ্টফুড খাবারের জন্য ফুড কর্ণার স্থাপন করা হয়েছে। দর্শনার্থীদের পিকনিকের জন্য পশ্চিম পাশ ঘিরে বিশাল পিকনিক কর্ণার স্থাপন করা হয়েছে এবং পিকনিককর্ণানের সাইডে রিসোর্ড বাংলো গড়ে উঠেছে। পল্লীর মধ্যে বৃহৎ পুকুর খনন করা হয়েছে। পুকুরে প্যানেল বোর্ড স্থাপন করে দর্শনার্থীদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। পুকুর পাড়ে দর্শনার্থীদের বসার জন্য স্থাপন করা হয়েছে সুপার চেয়ার। এর পাশাপাশি রয়েছে ক্যাবেল কার রাইডার,ধ্রুবতারা ও শুকতারা নামের দুটি কটেজ। সর্বপুরি ভ্রমন পিপাসুদের জন্য প্রত্নতাত্বিক নিদর্শনের ব্যবস্থা করা রয়েছে। উলেখ্য, এই শখের পলী তথ্য সংগ্রহ করতে গিয়ে জানা যায়, এই পল্লীর প্রতিষ্ঠাতা সড়ক ও জনপথ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম এর পিতা মফিজ উদ্দীন ছিলেন বৃটিশ গভর্নমেন্ট সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। ১৯৩৩ সালে বৃটিশ সরকারের অধীনে চাকুরী করা কালে মরহুম মফিজ উদ্দীন বৃটিশ রাষ্ট্রে আঞ্জুমান বোডিং এর প্রতিষ্ঠাতা সেক্রেটারী ছিলেন। পরবর্তীতে দেশ মাতৃকার টানে দেশে এসে বশিপুর মহল্লায় ১৯৬৫ সালে মাত্র ৫ হাজার টাকায় ১৮ বিঘা জমি ক্রয় করেন। ওই সময় তিনি ক্রয়কৃত জমিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করে মনোরম পরিবেশের ব্যবস্থা করেন এবং দিনের বেশির ভাগ সময় তিনি সেখানে কাটাতেন। প্রকৌশলী নজরুল ইসলাম চাকুরী জীবন শেষ করে অবসরে এসের্  পিতার সেই স্বপ্ন পূরনের লক্ষ্যে এলাকার সাধারন মানুষ এবং ভ্রমণ পিপাসুদের মাঝে আনন্দ বিনোদন দেয়ার লক্ষ্যে পিতার ১৮ বিঘা জমির পাশাপাশি আরও জমি ক্রয় করে ২০১৬ সালে শখের পল্লী স্থাপন করে। এই পল্লীটিতে দর্শনার্থীদের যাতায়াতের রাস্তার সংকীর্ণতার কারণে প্রচন্ড বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন যানবাহন নিয়ে দর্শনার্থীরা সেখানে ঢুকতে গিয়ে দূর্ঘটনার কবলেও পড়তে হচ্ছে। এ বিষয়টি জরুরী ভিত্তিতে সরকারী নজরদারী রাখা প্রয়োজন বলে ভুক্তভোগীরা দাবী করেন।