৭৩ দিনের ব্যবধানে ফের কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতার ইকোনোমিক ফোরামে যোগ দিতে আগামী ২২ মে সরকার প্রধান দোহার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রস্তাবিত সূচি মতে, ২২ মে সরকার প্রধান দোহার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। প্রস্তুতি চূড়ান্ত করতে এরইমধ্যে প্রধানমন্ত্রীর সফরের অ্যাডভান্স টিম দোহায় পৌঁছেছে। জাতিসংঘ এলডিসি সম্মেলনে যোগ দিতে দু’মাস ১৩ দিন আগে অর্থাৎ গত ৪-৮ মার্চ প্রধানমন্ত্রী সর্বশেষ কাতার সফর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কাতারের আমীর তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কাতার অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিচ্ছেন।
ব্লুমবার্গের সঙ্গে যৌথভাবে কাতার সরকার ওই অনুষ্ঠানের আয়োজন করেছে। সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২৬ মে পর্যন্ত কাতারে অবস্থান করবেন। সফরকালে কাতারের আমীর এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সরকার প্রধানের অনানুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
মার্চের সফরে কাতারের আমীরের সঙ্গে দেখা হলেও শিডিউল জটিলতায় দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি।
সরকারি সূত্র জানিয়েছে, আসন্ন কাতার ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অতিথি হিসেবে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ এস আল-সুদানি, জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহ ও অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-জাদান আমন্ত্রিত।