আপডেট : ১৮ মে, ২০২৩ ১২:৩৮
বাড়ি ভাংচুর চেষ্টার মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা-কর্মীরা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে বাড়ি ভাংচুর চেষ্টার মিথ্যা মামলায় অব্যাহতি পেয়েছেন উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক আবুল বাশার সহ দলীয় নেতা কর্মীরা।
বুধবার শুনানি শেষে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনন্যা রায় মামলাটির রায় দেন।
মামলা জিআর-২০৬/২২ শাজাহানপুর এর কার্যক্রম বাতিল ঘোষণা করে আবুল বাশার সহ ছাত্র দল,যুবদল ও সেচ্ছাসেবক দলের ১৮ জন অভিযুক্ত ব্যাক্তিকে অব্যাহতি দেন।
একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের জন্য বাদীকে শোকজ করেছেন আদালত।
উল্লেখ্য, গত ৩০ জুন ২০২২ইং তারিখে শাজাহানপুরে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হাকিমের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে উপজেলা বিএনপির নেতা আবুল বাশার সহ ছাত্রদল,যুবদল ও সেচ্ছাসেবক দলের ১৮ জন নেতা কর্মীর উপর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হাকিম বাদী হয়ে এ মামলা করে।