logo
আপডেট : ২৫ মে, ২০২৩ ১৯:০১
নন্দীগ্রামে পুনর্বাসিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

নন্দীগ্রামে পুনর্বাসিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের “আশ্রয়ণ-২ প্রকল্প ( দারিদ্র বিমোচন ও পুনর্বাসন)” প্রকল্পের একক ঘরে ১০১ জন পুনর্বাসিতদের নিয়ে দশ দিনের পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয় । এসময় উপস্থিত ছিলেন, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা কল্পনা রানী, উপসহকারী কৃষি অফিসার সাজ্জাদুল ইসলাম, অফিস সহকারী মো: কামরুজ্জামান, সকল ওয়ার্ডের ইউপি সদস্য ও ১০১ জন পুনর্বাসিতরা। উক্ত কর্মশালায় গবাদী পশু পালন, হাঁস-মুরগী পালন, গাছ লাগান সহ কৃষির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।