logo
আপডেট : ২৫ মে, ২০২৩ ১৯:১১
বগুড়ায় বাসচাপায় কলেজ শিক্ষক নিহত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় বাসচাপায় কলেজ শিক্ষক নিহত

বগুড়ায় বুধবার সকালে শহরের ঢাকা-রংপুর মহাসড়কের ঝোপগাড়ি এলাকায় বাসচাপায় হাফিজুর রহমান (৫৫) এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। একই দিন দুপুর ৩টায় তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত হাফিজুর রহমান বগুড়ার ধুনটের মিজান সরকারের ছেলে ও দিনাজপুর ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক। তবে তিনি বগুড়া শহরের উপশহর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

বগুড়া সদর থানার এসআই মঞ্জুরুল হক জানান, কলেজ শিক্ষক হাফিজুর সকালে কর্মস্থলে যাওয়ার জন্য ঝোপগাড়িতে মহাসড়ক পার হচ্ছিলেন। এই সময় রংপুর থেকে ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি আরো বলেন, স্থানীয়দের সহায়তায় ঘাতক বাস আটক করা হয়েছে। তবে চালক ও তাঁর সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক
করা সম্ভব হয়নি। এ ঘটনায় হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।