বগুড়ার আদমদীঘিতে চার লিটার দেশীয় চোলাই মদ এবং ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ চারমাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ । বৃহস্প্রতিবার রাতে এবং শুক্রবার দুপুরে সান্তাহার শহরের হবিরমোড় ও ষ্টেশনরোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সান্তাহার টাউন পুলিশ ।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী সান্তাহার শহরের ইয়ার্ডকলোনী এলাকার জাহাঙ্গির আলমের(২৪) নিকট থেকে ৩৫পিস ইয়াবা ট্যাবলেট এবং উপজেলার শিবপুর গ্রামের আতিকুল ইসলাম (২৩),রোস্তম হোসেন(২০) এবং চাটখইর গ্রামের হবিবর রহমানের(২২) নিকট থেকে চার লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয় । সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাকিব হোসেন বলেন, দুই স্থানে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নিয়ে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও ওই পরিমান মাদক উদ্ধার করা হয়েছে । আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা জানান, মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে চার মাদক ব্যবসায়ীকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।