logo
আপডেট : ২৭ মে, ২০২৩ ২৩:১৫
নন্দীগ্রামে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রামে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুনের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক মনির, উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, উপজেলা যুবলীগ নেতা মোফাজ্জল বারী, নন্দীগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই দুলাল, সাধারণ সম্পাদক ইমন সরকার সোহাগ, যুবলীগ নেতা আসকান আলী ও রবিন আলী প্রমুখ।