বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে কেন্দ্রীয় যুবলীগের দেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শিবগঞ্জ পৌর সদরের বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল ছাত্তারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম লিটন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য মোফাস্বের হোসেন স্বরাজ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ
সহসভাপতি সাবেক যুব নেতা খন্দকার শামছুদ্দোহা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম, এমদাদুল হক এমদাদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, যুবলীগ নেতা হারুনুর রশিদ হারুন, শহিদুল ইসলাম শহীদ, তাহেরুল ইসলাম। ইউনিয়ন যুব লীগ নেতা সফিউল ইসলাম সাফি, আব্দুল গফুর, ইমরান নাজির, রেজাউল ইসলাম, খন্দকার ইমরান হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম পারভেজ মুকুল।