বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনে একটি দোকানে টিনের চাল কেটে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানে থাকা নগদ ৫৬ হাজার টাকা সহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার সান্তাহার রেলওয়ে পদচারি সেতুর পাশে জীম টেলিকম নামের একটি দোকানে এই চুরির ঘটনা ঘটে।
জীম টেলিকমের মালিক টুটুল হাসান বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। শনিবার সকালে দোকানে এসে দেখি দোকান চুরি হয়েছে। দোকান ঘরের ওপরের টিনের চাল কেটে চোরেরা দোকানে ঢুকে দোকানে থাকা নগদ ৫৬ হাজার টাকা ও প্রায় ৮৪ হাজার টাকার বিভিন্ন কোম্পানীর সিগারেট নিয়ে যায়। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদোয়ানুর রহিম বলেন, চুরির ঘটনা তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।