logo
আপডেট : ৬ জুন, ২০২৩ ১৪:০০
পার্বতীপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৫ জুন) উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্য ছিল রেলী ও পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপন কর্মসূচী,গাছের চারা বিতরণ, পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সভাপতি উপজেলা আওয়ামী লীগ, পার্বতীপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহামাদুল হাসান সহকারী কমিশনার (ভূমি), মোঃ আমজাদ হোসেন  মেয়র পার্বতীপুর পৌর সভা ও সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ পার্বতীপুর দিনাজপুর,মোঃ আমিরুল মোমিনীন মোমিন উপজেলা ভাইস চেয়ারম্যান ও রুকশানা বারী রুকু মহিলা ভাইস চেয়ারম্যান।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মোহাম্মদ ইসমাঈল   উপজেলা নির্বাহী অফিসার পার্বতীপুর দিনাজপুর।