logo
আপডেট : ২২ মে, ২০১৯ ১৬:৫৮
বগুড়ায় জেলা বিএনপি অফিসে তালা দিয়ে দু’পক্ষের অবস্থান
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় জেলা বিএনপি অফিসে তালা দিয়ে দু’পক্ষের অবস্থান

ফাইল ছবি

বগুড়া জেলা বিএনপি’র কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে দু’পক্ষের মধ্যে কোন্দল চলে আসছে। এরই ফলশ্রুতিতে গত কয়েকদিন থেকে পদ বঞ্চিতরা কার্যালয়ে তালা ঝুলিয়ে বন্ধ করে রেখেছে।

আজ বুধবার দুপুরে পদ বঞ্চিতরা কার্যালয়ের সামনে এক সাংবাদিক সম্মেলন ডাকলে অপর পক্ষ এসে সেখানে অবস্থান নেয়। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সংঘর্ষের আশংকায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু তাতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এসময় জেলা বিএনপি’র সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাসহ বেশ কিছু নেতৃবৃন্দ এসে দু’পক্ষের সাথে কথা বলে উত্তেজনা প্রশমণ করে  মীমাংসার আশ্বাস দিলে উত্তেজনা কমে যায়।

এরপর পদবঞ্চিতরা উপস্থিত সাংবাদিকদের সামনে দাবী-দাওয়ার কথা তুলে ধরেন। তারা বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে সুবিধাবাদী নেতাদেরকে জেলা বিএনপি’র ক্ষমতা দেওয়া হয়েছে যা তারা কখনেই মানতে রাজি নন।

উল্লেখ্য, বগুড়া জেলা বিএনপি’র কমিটি ভেঙ্গে দিয়ে জিএম সিরাজকে আহবায়ক করে ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার পর থেকে পদ বঞ্চিতরা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। ফলে দু’পক্ষের দ্বন্দ প্রকাশ্যে রুপ নেয়।