logo
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:২৯
আদমদীঘিতে কীটনাশক সেবনে অফিস সহায়কের আত্মহত্যা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

আদমদীঘিতে কীটনাশক সেবনে অফিস সহায়কের আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে কীটনাশক ঔষধ সেবন করে ফেরদৌস আলী (৫৪) নামের এক অফিস সহায়ক আত্মহত্যা করেছে। গতকাল রবিবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ফেরদৌস আলী উপজেলার সদর ইউনিয়ন শিবপুর গ্রামের মৃত মিঠন প্রামানিকের ছেলে।

জানা যায়, অফিস সহায়ক ফেরদৌস আলী দীর্ঘ কয়েক মাস ধরে পারিবারিক কলহের কারণে মানসিক বিষন্নতার মধ্যে ছিলেন। তিনি উপজেলা সদরের আদমদীঘি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অফিস সহায়ক ছিলেন। গত শনিবার রাত সাড়ে ১০ টায় তার বসতবাড়ির শয়ন ঘরে জমিতে দেওয়া কীটনাশক ঔষধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের লোকজন জানতে পেরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।