logo
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:২০
আত্রাইয়ে নির্বাহী কর্মকর্তার ইউনিয়ন পরিষদ-ভূমি অফিস ও কলেজ পরিদর্শন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

আত্রাইয়ে নির্বাহী কর্মকর্তার ইউনিয়ন পরিষদ-ভূমি অফিস ও কলেজ পরিদর্শন

নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও কলেজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সোমবার (১৮-সেপ্টেম্বর) সকাল ১১ টায় হাটকালুপাড়া ইউনিয়নে হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ, হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস এবং বান্দাইখাড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো আহসান হাবিব নাইম, হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আফজাল হোসেন, অধ্য মো আব্দুর রহমান রিজভী, ইউনিয়ন সচিব মো ওয়াহিদুল ইসলাম প্রমুখ। পরিদর্শন শেষে কারিগরি কলেজ একটি বৃ রোপন করেন।