এয়ারটেল বাজ নিবেদিত নাটক ‘প্রেমের নাটক’ রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। দীর্ঘ ৫ বছর পর নাটকে ফিরেছেন তিনি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) নাটকটি প্রিমিয়ারের মাধ্যমে প্রচারিত হয়েছে স্টার সিনেপ্লেক্স, এয়ারটেলের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। নাটকটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মোরশেদ মিশু। এছাড়া অনেক নতুন তারকা দেখা যায় এ নাটকটিতে।
এদিকে, দীর্ঘ ৫ বছর পর নাটক প্রযোজনা করছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলকো ব্র্যান্ড এয়ারটেল। তাদের নিবেদনে একটি অন্য লেভেলের প্রেমের নাটক প্রচার হয়েছে৷
এয়ারটেল নিবেদিত প্রতিটি টেলিফিল্মই তরুণ দর্শকের মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। দর্শকেরা সারা বছর অপেক্ষা করতো এয়ারটেলের স্পেশাল নাটক বা টেলিফিল্মের জন্য। পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে এই নাটকটিও তুমুল দর্শকপ্রিয়তা লাভ করবে বলে এয়ারটেলের প্রত্যাশা।
একেকটা টেলিফিল্ম থেকে তরুণদের মাঝে ছড়িয়ে যেত নিত্য নতুন ট্রেন্ড, মজার সব শব্দ আর দেখা মিলতো নতুন মুখের যাদের অনেকেই আজ জনপ্রিয় তারকা। এয়ারটেল নিবেদিত টেলিফিল্মের মাধ্যমে অভিনেত্রী সাফা কবির, অর্চিতা স্পর্শিয়া এবং অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদীর ও বিখ্যাত গায়ক প্রীতম হাসানের অভিনয়ে হাতেখড়ি হয়।
পূর্বে প্রচারিত এয়ারটেলের নাটকগুলোর মধ্যে অন্যতম কিছু নাটক হলো শিহাব শাহীন পরিচালিত 'ভালোবাসি তাই (২০১০), 'ভালোবাসি তাই, ভালোবেসে যাই (২০১১)' আদনান আল রাজীব পরিচালিত 'অল টাইম দৌড়ের উপর (২০১২)', ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত 'আমাদের গল্প (২০১২) তানিম হাসান অংশু পরিচালিত *Impossibles (২০১৩) ' সামীর পরিচালিত 'অরুণোদয়ের তরুণদল (২০১২)' শাফায়েত মানসুর রানা পরিচালিত ভিটামিন টি (২০১৪), রেদওয়ান রনি পরিচালিত ভালোবাসা ১০১ (২০১৪), রাহাত রহমান পরিচালিত 'মাংকি বিজনেস' (২০১৫), কিক অফ, ম্যাডভেঞ্চার (২০১৩) ইত্যাদি।
২০১৮ সালে ভালোবাসা দিবসের বিশেষ নাটক 'ম্যাডভেঞ্চার' ছিলো এয়ারটেলের শেষ প্রযোজনা। তারপরে প্রতি বছরই দর্শকেরা উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করেছে এয়ারটেলের একটা নতুন টেলিফিল্মের জন্য। ইউটিউব, এয়ারটেলের ফেসবুক পেজসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে এয়ারটেলের নতুন নাটক কবে আসবে জানতে চেয়ে কমেন্ট করেছেন অগণিত মানুষ।