logo
আপডেট : ১ অক্টোবর, ২০২৩ ১৪:১৭
বগুড়ায় সংশপ্তক থিয়েটারের ভাগীরথীর ভাগ্যরথ মঞ্চস্থ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় সংশপ্তক থিয়েটারের ভাগীরথীর ভাগ্যরথ মঞ্চস্থ

বগুড়ায় সংশপ্তক থিয়েটারের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ ভিত্তিক একক নাট "ভাগীরথীর ভাগ্যরথ" মঞ্চস্থ হয়েছে। এ নাটকে একক অভিনয় করেছেন বগুড়ার অন্যতম নাট্য অভিনেতা নিভা সরকার পূর্ণিমা। একক নাটকটি কথা সাহিত্যিক মনি হায়দারের উপন্যাস ভাগীরথী অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা প্রদান করেন রাজা ফকির।

এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। আলোচক ছিলেন কবি বজলুল করিম বাহার, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, বগুড়া নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বগুড়া আমরা ক’জন শিল্পী গোষ্ঠির সভাপতি লায়ন আব্দুল মোবিন। এতে সভাপতিত্ব করেন সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফী তারা। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন। নাটক মঞ্চায়নের পর নাটকের একক অভিনেতা নিভা রানী সরকার পূর্ণিমা সকলের কাছে আর্শীবাদ কামনা করেন। 

উল্লেখ্য, বাংলাদেশের বৃহৎ সাংস্কৃতিক উৎস "গঙ্গা-যমুনা" উৎসবে সংশপ্তক থিয়েটারের মুক্তিযুদ্ধের এই নাটক আগামী ৭ অক্টোবর সন্ধ্যা ৭ টায় ঢাকার শিল্পকলা স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে।