logo
আপডেট : ১ অক্টোবর, ২০২৩ ১৪:২০
বগুড়ায় লেখক-পাঠক আড্ডা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় লেখক-পাঠক আড্ডা অনুষ্ঠিত

গল্প বিষয়ক পত্রিকা ‘পারাপার’ এর আয়োজনে বগুড়ায় “লেখক-পাঠক আড্ডা” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শেরপুর উপজেলার পৌর শহরের বাসস্ট্যান্ডে রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুলের আলোচনা কে পারাপার-এর সম্পাদক কথাসাহিত্যিক নাহিদ হাসান রবিনের উপস্থাপনায় এই আড্ডায় সভাপতিত্ব করেন ডা. রাফসানা জাহান রিম্মী। আড্ডায় আলোচনা করেন, ডা. মনিরুজ্জামান স্বপন, কথাসাহিত্যিক সাহাব উদ্দিন হিজল, কবি ও কথাসাহিত্যিক লতিফ আদনান, বাচিক শিল্পী অধ্য সুলতানা পারভীন শ্রাবণী, সামিট স্কুল এ্যান্ড কলেজের শিা প্রশাসক সাইফুল ইসলাম লিপু, প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজের পরিচালক শামসুজ্জামান শাহীন, রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুলের পরিচালক হাসানুর রহমান হাসান, পল্লী উন্নয়ন একাডেমি ল্যাব. স্কুল এ্যান্ড কলেজের শিক আবু তালহা মোঃ এরশাদুজ্জামান, সাংবাদিক রঞ্জন কুমার দে, সাংবাদিক রাশেদুল হক, শিক জান্নাতুন নাঈম, কুলছুম শেলী, শিার্থী আব্দুস আল সামি ও শিার্থী আনিয়া মাখদুমা আনু।

আলোচকরা বলেন, প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের পাঠ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে। যেকোন তথ্য এখন সহজেই ইন্টারনেটে পাওয়া যায়। আবার বিনোদনের জন্য সব বয়সের মানুষ ইন্টানেটের দিকে ঝুকছে। আবার পাঠকদের আকৃষ্ট করার মতো কালজয়ী কোন সাহিত্যও সৃষ্টি হচ্ছে না। তাই ছাপনো বইয়ের প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। তবে পাঠকদের এই যুক্তি নাকচ করেছেন লেখকরা। তারা বলেন, চারিদিকে চটুল বিনোদনে আকৃষ্ট হওয়ায় পাঠকদের মাথা খাটিয়ে সাহিত্যরস উপলব্ধি করার সমতা কমে গেছে। এর জন্য তারা মোবাইল ফোনের সহজলভ্যতা ও অবারিত নির্বিচারে ব্যবহার করার প্রবনতাকেই দায়ি করেছেন। তাদের এই যুক্তির সাথে একমত পোষণ করেছেন শিকরা।