logo
আপডেট : ২ অক্টোবর, ২০২৩ ১৩:৩৭
শিবগঞ্জে জমি দখলের বিরোধে বিনষ্ট হলো ৬ হাজার আমের চারা গাছ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জে জমি দখলের বিরোধে বিনষ্ট হলো ৬ হাজার আমের চারা গাছ

বগুড়ার শিবগঞ্জে জমি দখলের বিরোধে বিনষ্ট হলো ৬ হাজার আমের চারা গাছ। এঘটনায়  জমজম এগ্রো এন্ড নার্সারীর মালিক গোলাম মোস্তা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

থানাসূত্রে জানা যায়, শিবগঞ্জ পৌর এলাকার ভূরঘাটা গ্রামের গোলাম মোস্তফা ও আঁচলাই দাড়ারপাড় গ্রামের নান্নু মিয়া যৌথভাবে বেকারত্ব অভিশাপ থেকে মুক্তিপেতে তরুণ উদ্যোক্তা হিসাবে জমি পত্তন নিয়ে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা উৎপাদন করে বিক্রয় করে। এব্যাপারে জমির মালিক  জিন্নাহ মিয়া বলেন, নার্সারি কর্তৃপক্ষ জমির টাকা পরিশোধ না করে জোরপূর্বক জমিটি দখলে নিয়ে ব্যবসা করছে। আমি টাকা না পাওয়ায় তাকে জমি ছেড়ে দিতে বলি বার তাগাদা দেওয় শর্তেও তা আমাকে জমির বর্গার টাকা পরিশোধ না করায় তাকে জমি থেকে উদছেদ করা হয়।

এব্যাপারে নার্সারীর স্বত্বাধিকারী গোলাম মোস্তফা বলেন, নিয়ম অনুযায়ী আমি এই এলাকার অনেকের জমিই সনপত্তন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। প্রতি পক্ষ আমার ব্যবসার সাফল্য অর্জন করায় ইর্শান্বিত হয়ে আমার বাগানের আমের চারাগুলি জোরপূর্বক উপরে ফেলে বিনষ্ট করেছে। এতে আমার ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যখন দেশ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে। সেই সময় এতগুলি চারা বিনষ্ট করায় আমার আর্থিক ক্ষতি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষরোপন কর্মসূচি সরকারি সিদ্ধান্তের প্রতিবৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে।

এ ঘটনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।