logo
আপডেট : ৩ অক্টোবর, ২০২৩ ১৩:৩০
সিংড়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করলেন পলক
সিংড়া (নাটোর) প্রতিনিধি

সিংড়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করলেন পলক

নাটোরের সিংড়ায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

সোমবার (২রা অক্টোবর) বেলা ১১টায় পুন্ডরী আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক। 

এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন, কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু, পুন্ডরী আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিকুল কবীর দুলু, অধ্যক্ষ মাওলানা মো. হজরত আলী প্রমুখ।

এরপর বেলা ১২টায় কলম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও দুপুর ২টায় কালিনগর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।