logo
আপডেট : ৩ অক্টোবর, ২০২৩ ১৫:০৩
ঘোড়াঘাটে চোরাই ছাগল চোর আটক, থানায় সোপর্দ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

ঘোড়াঘাটে চোরাই ছাগল চোর আটক, থানায় সোপর্দ

দিনাজপুরের ঘোড়াঘাটে চোরাই ছাগল চোর ইজিবাইক ড্রাইভার জনতার হাতে আটক থানায় সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গতকার বিকেল সাড়ে ৩টায় বগুড়া জেলার মোকামতলা বাজার গ্রামের সোলেমানের ছেলে শহিদুল ইসলাম দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাটের চালানমুলে ১৩টি ছাগল ক্রয় করে ওই ছাগল গুলো তার গ্রামের আজিম উদ্দিনের ছেলে পলাশ মিয়ার ইজিবাইকে করে রানীগঞ্জের হাট থেকে মোকামতলার দিকে যাচ্ছিল। এমতঃ সময় বগুড়া-দিনাজপুর মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার টিএন্ডটি নামক স্থানে নুরু মিয়ার স্ত্রী রোকেয়া বেগমের ৪টি ছাগল ইজিবাইক থামিয়ে চুরি করে নেয়ার সময় রোকেয়া বেগমের চিৎকারে স্থানীয় জনতা ছুটে এসে চোরাই ছাগল, চোর, ইজিবাইক ড্রাইভারকে হাতে নাতে আটক করে ঘোড়াঘাট থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। এ ব্যাপারে মামলা দায়ের করে ছাগল চোরদের দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।