বগুড়ার শেরপুরে অগ্রণী ব্যাংক লিমিটেডের উদ্যোগে বৈদেশিক রেমিটেন্স সেবাগ্রহীতাদের নিয়ে মতবিনিময়সভা ও ইফতার মাহফিল করা হয়েছে।আজ বুধবার ২২মে বিকেলে পৌরশহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ ব্যাংকের শাখা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র শাখার ব্যবস্থাপক খাদেমুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেডের রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মো. ওয়ালি উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের প্রধান মাহফুজুর রহমান মিঞা। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা প্রাণি সম্পদ দফতরের কর্মকর্তা মো. আমির হামছা, ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান, সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথির বক্তৃতায় ব্যাংকের মহাব্যবস্থাপক ওয়ালি উল্লাহ বলেন, অগ্রণী ব্যাংকের কর্মকা-ে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। খুব সহজেই গ্রাহকরা সেবা নিতে পারছেন। এছাড়া নতুন নতুন ও আর্কষণীয় প্রোডাক্টস চালু করা হয়েছে। ইতিমধ্যে সরকারি-বেসরকারি অন্যান্য ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংক অন্যতম হিসেবে স্থান করে নিয়েছে। তাই আপনারা এই ব্যাংকে আসুন ও সেবা নিন।