logo
আপডেট : ১ নভেম্বর, ২০২৩ ১১:৫৭
চট্টগ্রামে যাত্রীবাহী বাসে ভাঙচুর-অগ্নিসংযোগ
অনলাইন ডেস্ক

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে ভাঙচুর-অগ্নিসংযোগ

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী একটি বাসে ভাঙচুরের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার সকাল ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।

জানা গেছে, সকালের দিকে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী একটি বাস পটিয়ার দিকে যাচ্ছিল। কর্ণফুলীর ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। আগুন লাগিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বার্তা২৪.কম-কে বলেন, এটি গার্মেন্টস শ্রমিকদের গাড়ি ছিল। দুর্বৃত্তরা প্রথমে বাসটি ভাঙচুর করে, পরে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জড়িতদের চিহ্নিত করতে চেষ্টা চলছে।

এর আগে, মঙ্গলবার ভোরে নগরীর ইপিজেড এলাকায় একটি, সোমবার রাতে খুলশী ও বায়েজিদে আরও দুটি বাস আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।