logo
আপডেট : ৩ নভেম্বর, ২০২৩ ২১:২৬
শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি হলেন আলী ইমাম ইনোকী
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি হলেন আলী ইমাম ইনোকী

বগুড়া শাজাহানপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখার সহ-সভাপতি আলী ইমাম ইনোকী কে আবারও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
 
উপজেলা যুবলীগের সভাপতি  ভিপি এম সুলতান আহম্মেদ চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে ভারপ্রাপ্ত সভাপতি দ্বায়িত্ব দেওয়া হয়। এর আগে বেশকয়েক বার তিনি সফলতার সঙ্গে  উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দ্বায়িত্ব পালন করেছেন।
 
শুক্রবার বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু এ নির্দেশনা দিয়েছেন।
 
বগুড়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মো: জাকারিয়া আদিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।