বগুড়ার সারিয়াকান্দিতে ছেলেদের বিরুদ্ধে বৃদ্ধা মাকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী এলাকার মৃত সরদ্দি প্রাং এর ছেলে সিরাজুল ইসলাম (৮৫) বাদী হয়ে মঙ্গলবার সন্ধায় তার দুই ছেলে এবং তাদের পরিবারের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, সিরাজুল ইসলামের প্রথম স্ত্রীর ছেলে আনছার আলী (৪০) এবং খোর্শেদ আলী (৩৮) ও আনছার আলীর ছেলে আরিফুল ইসলাম রনি(২২), শান্ত মিয়া(১৬) ও স্ত্রী মোছাঃ হাওয়া বেগম কর্তৃক জোর পুর্বক জমিতে বেড়া স্থাপন করতে বাধা দিলে গত ২১/১০/২০১৯ ইং তারিখ দুপুরে সকলে খিপ্তহয়ে তার মা আলেকজান বেগম (৬০) কে বেধরক মারধর করে তারা।
বৃদ্ধ সিরাজুল ইসলাম বলেন, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে এই মা তাদের কোলে পিঠে করে বড় করেছে। আজ অতিরিক্ত সম্পত্তির লোভে তারা সবাই মিলে আমাদের উপর নির্জাতন করতেছে, তাদের জন্ম দিয়ে মানুষ করে আমি কি অপরাধ করেছি। আমি এর বিচার চাই। এসময় বৃদ্ধ বাবা সিরাজুল ইসলাম ও মারের কবলে পরেন। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে গুরুতর আহত অবস্থায় সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ব্যপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ ওসি আল আমিন বলেন, এই মর্মে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মা বাবার গায়ে হাত উঠানো খুবই গুরুতর অপরাধ। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।