"সমবায়ে গড়ছি দেশ, স্মাট হবে বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় সমবায় দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্হানীয় সমবায়বৃন্দের আয়োজনে (৪ নভেম্বর) শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে পার্বতীপুর শহরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক মল্লিকা সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনিন মোমিন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রব প্রামাণিক।
সভায় বক্তব্য রাখেন খোড়াখাই জেলে পাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি তারাকান্ত দাস,হাবড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আদল সমবায় সমিতির সভাপতি মোস্তাকিম সরকার, পার্বতীপুর সেন্ট্রাল কো-অপারেটিভ সেলস এন্ড সাপ্লাই সোসাইটি লিঃ এর সভাপতি মোঃ হারুন অর রশিদ। এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।